দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজের ইউসুফ আলী হোস্টেলে গোপন বৈঠক করার সময় শিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নেওয়াজ শরিফ নিশাদ, জাকির হোসেন, আবু সাঈদ ফেরদৌস, মেহেদী হাসান নাহিদ, সাদ্দাম হোসেন, মামুনুর রশিদ, শাহ্ মোহাম্মদ ওয়ালিউল্লাহ নিরব, রায়হান মিয়া সবুজ ও জাফর ইকবাল।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করার জন্য শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে -এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুরে অভিযান চালায়। দিনাজপুর মেডিকেল কলেজের ইউসুফ আলী আবাসিক হলের ৩০৩ ও ৩০৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দিনাজপুর কোর্ট পরিদর্শক আবু সাঈদ সরকার বাংলানিউজকে জানান, আটকদের বিকেলে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানির জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য্য করেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আদালত থেকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান কোর্ট পরিদর্শক।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমজেড