ঢাকা: সরকারের ফ্যাসিবাদী আচরণে দিশেহারা জনগণ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাবেক জাসাস নেতা ফয়েজ উল্লাহ ফয়েজের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফয়েজ উল্লাহ ফয়েজ স্মৃতি সংসদ আয়োজিত এ আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান বলেন, ফ্যাসিবাদী সরকার আইন প্রয়োগের নামে গুম-খুন চালাচ্ছে। তারা আইন-কানুনের কোনও তোয়াক্কা করছে না।
এ সময় ফয়েজ উল্লাহ ফয়েজের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় গেলেও অন্যায় করেনি; ফয়েজের জীবনই তার প্রমাণ। তিনি অত্যন্ত সাধারণ জীবন-যাপন করেছেন। অবৈধভাবে অর্থবিত্ত গড়ে তোলেননি।
দীন মোহাম্মদ মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন ঠাকুর। সভায় বক্তব্য রাখেন- জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, অভিনেতা বাবুল আহমেদ, মোশাররফ হোসেন ঠাকুর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ফয়েজ উল্লাহ ফয়েজের স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এইচআর/টিএইচ/এসইউ