ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসিনাকে ঈদ শুভেচ্ছা খালেদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
হাসিনাকে ঈদ শুভেচ্ছা খালেদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন ধানমণ্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঈদের শুভেচ্ছা কার্ড নিয়ে যান।


 
খালেদা জিয়ার পক্ষ থেকে পাঠানো এ ঈদকার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সেকেন্দার আলী।
 
পরিবারের সঙ্গে ঈদ ও চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
 
তবে প্রতি ঈদের মতো এবারের ঈদেও প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির চেয়ারপার্সন।
 
এ প্রসঙ্গে বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বাংলানিউজকে বলেন, ম্যাডাম এবার দেশের বাইরে ঈদ করবেন। তারপরও আওয়ামী লীগের সভাপতিকে কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ম্যাডামের পক্ষ থেকে ঈদকার্ড পৌঁছে দিয়েছি।
 
এদিকে, রাজনৈতিক বিভেদ যাই থাক, প্রতিবছর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও কার্ড পাঠিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শেখ হাসিনার পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য ঈদকার্ড পৌঁছে দেন। এটি গ্রহণ করেন বিএনপির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এজেড/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।