ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বগুড়ায় ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল সমাবেশ ছবি: আরিফ জাহান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিব-বাসদের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা এবং  গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।  

রোববার (২০ সেপ্টেম্বর) দুপরে শহরের সাতমাথা এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সমাতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ কর্মসূচি পালন করে।



কর্মসূচিতে ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন- সরকারি আযিযুল হক কলেজ শাখার নেত্রী রাধা রাণী বর্মণ, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, ধনঞ্জয় বর্মণ, আল আমিন প্রধান তারেক প্রমুখ।

এ সময় সভায় বক্তারা বলেন, অবিলম্বে অযৌক্তিকভাবে বাড়ানো  গ্যাস বিদ্যুতের দাম প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

অন্যথায় দেশব্যাপী বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/এমএ                                                                                                                                                                                     
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।