ঢাকা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জনতার মিছিলে পুলিশের গুলিতে ৪জন নিহতের ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, কালিহাতীর ঘটনা প্রশাসনের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রকাশ। জনগণের প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার খর্ব করারও বর্হিপ্রকাশ এটি।
কিন্তু এ ধরনের ফ্যাসিবাদী অপতৎপরতা দেশের বাম-গণতান্ত্রিক শক্তি দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
এ সময় বক্তারা অবিলম্বে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।
বাসদ নেতা কমরেড মানস নন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমরেড আ ক ম জহিরুল ইসলাম, কমরেড ফকরুদ্দিন কবির আতিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জেডএফ/এমএ