ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
টাঙ্গাইলে নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাঙ্গাইলে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু ও সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় বাসদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান বলেন, পুলিশ এখন আর রাষ্ট্রীয় বাহিনী নয়, সরকারের দলীয় ক্যাডার বাহিনী। অথচ জনগণকে সেবা করার শপথ নিয়ে পুলিশ সদস্যরা চাকরিতে যোগ দেন।

তিনি বলেন, টাঙ্গাইলে এতো জঘন্য ঘটনা ঘটার পরেও পুলিশ মামলা নেয়নি। যা খুবই নিন্দার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, সিপিবির কেন্দ্রীয় সদস্য কাফি রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এনএইচএফ/জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।