ঢাকা: ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন (আনারস প্রতীক) জয়লাভ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা জেলা নির্বাচন অফিসার শাহ আলম এ ফল ঘোষণা করেন।
আলমগীর হোসেন পেয়েছেন ৫২ হাজার ৭৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলু (দোয়াত-কলম) পেয়েছেন ১৫ হাজার ৩৮৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মেহবুব কবির (মোটরসাইকেল) পেয়েছেন ১০ হাজার ৬৭৬ ভোট।
এদিকে, ভোটকেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে দুপুর সাড়ে ১২টায় বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলু নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
দোহার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর স্বতস্ত্র প্রার্থী মেহবুব কবির একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
গত ২৬ জুন সাবেক চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর