ঢাকা: কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ঐক্যজোট।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘এখনও কোরবানির পশুর কাঁচা চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ করা হয়নি। এবার গত বছরের চেয়ে প্রতি বর্গফুট চামড়ার দাম ৩৩ থেকে ৩৫ শতাংশ কমানোর চক্রান্ত চলছে। এ চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা ও চামড়ার দাম নির্ধারণ নিয়ে কারসাজি করা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। ’
এ নিয়ে কোনো সিন্ডিকেটেড সিদ্ধান্তও মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন ইসলামী ঐক্যজোট নেতারা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
পিআর/এমএ