ঢাকা: জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইর্য়কের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০১৫) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিমানবন্দরে এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, তিন বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, বৃটিশ হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার যাত্রাপথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৩ ঘণ্টার মতো যাত্রা বিরতি করবেন।
পরে লন্ডন থেকে বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি নিউইর্য়কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী সরাসরি হোটেল Hotel Waldorf Astoria-এ যাবেন। সফরকালে তিনি এখানেই থাকবেন।
২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ঈদ-উল-আজহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর ২৫ সেপ্টেম্বর থেকে যোগ দেবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে। সেখানে ব্যস্ত সময় কাটবে টানা ছয়দিন।
১ অক্টোবর নিউইয়র্ক ছেড়ে স্থানীয় সময় ২ অক্টোবর লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। আর ৩ অক্টোবর দেশে ফিরে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর মধ্য দিয়েই শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১ দিনের ব্যস্ত সফর।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমইউএম/এবি