শেরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতে বাংলাদেশের দুই বিচারপতি নিয়োগ পেয়েছেন। এটা কেন পেরেছেন? শেখ হাসিনা ২০০৯ সালে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিতে পারতেন। হাইকোর্টের রায় ছিল। কিন্তু তিনি আইনের বাইরে যাননি।
মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, সেটাও আইনের মাধ্যমে করা হয়েছে। মানির মান আল্লাহর তরফ থেকে আসে। নিষ্ঠা নিয়ে কাজ করছেন বলেই শেখ হাসিনা এটা পেরেছেন।
তিনি বলেন, জাতিসংঘে অনুষ্ঠিত চারটি মিটিংয়ে শেখ হাসিনা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কো-চেয়ারম্যান হবেন এটা আমাদের জন্য গর্বের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, কৃষি খামারবাড়ি শেরপুরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুস সালামসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
মতিয়া চৌধুরী উপজেলার আটটি ইউনিয়নে প্রায় ১০ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এএটি/এসআর