ঢাকা: শুধু নিজের কথা চিন্তা করলে তাকে প্রকৃত অর্থে মানুষ বলা চলে না। নিজের কথা চিন্তা না করে বিত্তহীনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাবলা বলেন, সরকারের একার পক্ষে সমাজের সর্বস্তরের মানুষের সুষম উন্নয়ন সম্ভব নয়। দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
তাই দেশের সার্বিক উন্নয়ন বিশেষ করে বিত্তহীনদের সহযোগিতার জন্য বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। কোরবানি সেই দীক্ষা নিয়ে আমাদের মাঝে হাজির হয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ইউপি সদস্য সুলতানা আহমেদ লিপি, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য শ্যামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এসআই/জেডএস