ঢাকা: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক সালিশী আদালতে এই প্রথম বাংলাদেশের দু’জন বিচারক নিয়োগ পেয়েছেন। এটা প্রমাণ করে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ প্রচেষ্টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। এসবও প্রমাণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ৭৫-৯৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর দেশে অব্যবস্থাপনার পর শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করেন। নানা দুর্যোগের পরও তিনি দেশকে এগিয়ে নিয়ে যান।
পার্বত্য চুক্তিসহ বিভিন্ন কার্যক্রম তীক্ষ্ম বুদ্ধিমত্তার কারণে হয়েছে বলে মনে করেন মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জঙ্গিবাদ দমন, কৃষিক্ষেত্রে বিপ্লব, বিদ্যুৎক্ষেত্রে উন্নয়নসহ ন্যায় বিচারের পথ রচনা করেছেন।
তিনি বলেন, আজকে আমরা শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী পালন করছি। কিন্তু বঙ্গবন্ধু জীবিত অবস্থায় তার জন্মবার্ষিকী পালন করতে পারেননি। এটাই দুঃখ।
শেখ হাসিনার সফলতার প্রশংসা করে তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনাকে কী দিতে পেরেছি জানি না। কিন্তু তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, এমপি, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামছুল হক রেজা প্রমুখ।
পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমএম/আরইউ/এবি