ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা-এরশাদের চেয়ে হাসিনার আমলে ২৫ গুণ বেশি উন্নয়ন

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
খালেদা-এরশাদের চেয়ে হাসিনার আমলে ২৫ গুণ বেশি উন্নয়ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক

গাজীপুর: হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে দেশে যে উন্নয়ন হয়েছে, শেখ হাসিনার শাসনামলে তার চেয়ে ২৫ গুণ বেশি উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর রাজবাড়ি মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়ার ২০ বছরের শাসনামলে দেশে যে উন্নয়ন হয়েছে, শেখ হাসিনার ১১ বছরের শাসনামলে তার চেয়ে ২৫ গুণ বেশি উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারই দেশের উন্নয়নে আন্তরিক।

তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীত। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান প্রধান সেনাপতি হয়েছিলেন, খুনিদের তিনি বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন। তিনি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথকে বন্ধ করে দিয়েছিলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি ছিলেন তাদের মন্ত্রী বানিয়েছেন জিয়াউর রহমান। বিএনপি-জামায়াতের সরকারের সময় হাওয়া ভবনে বসে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান জাতির জনকের কন্যা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেন। বঙ্গবন্ধুর রক্তের কোনো বীজ যেন বেঁচে না থাকে সেজন্য জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানও ষড়যন্ত্র করে যাচ্ছেন।

জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, রাহেনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ প্রমুখ।

মেলায় ৩৬টি স্টলে সরকারের বিভিন্ন দফতর অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।