ঢাকা: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি নূরে আলম সিদ্দিকীর দায়ের করা মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মির্জা ফখরুল।
গত বছরের ১ সেপ্টেম্বর ফখরুলের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছিল। ওইদিন ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট।
গত বছরের ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ১৮ ডিসেম্বর ফখরুলের বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত।
কিন্তু এ মামলায় ফখরুল আদালতে উপস্থিত না হওয়ায় গত ২২ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল হক তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলেন।
গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও আওয়ামী লীগকে ‘খুনির দল’ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে মানহানির মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমআই/এএসআর