রাজশাহী: রাজশাহীতে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা সুলতানা লিজাকে (৩৮) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাকে বোয়ালিয়া থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে মহানগরীর সদর হাসপাতালের মোড় এলাকা থেকে মহিলাদল নেত্রী লায়লা সুলতানা লিজাকে আটক করা হয়। লিজার বাড়ি মহানগরীর পাঠানপাড়া এলাকায়।
আটকের পর লিজা ডিবিকে জানিয়েছেন, রাজনীতির আড়ালে আগে তিনি ফেনসিডিলের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা শুরু করেন বলে স্বীকার করেছেন।
এসি ইফতে খায়ের আলম জানান, লিজাকে জাদুঘরের মোড় থেকে আটকের পর নারী পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। এ সময় ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।
লিজার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএস/এইচএ/