ঢাকা: কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭০তম জন্মদিন বৃহস্পতিবার (০১ অক্টোবর)।
১৯৪৬ সালের ০১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
ড. মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, প্রথিতযশা ভূ-বিজ্ঞানী, খ্যাতিমান লেখক ও গবেষক।
দাউদকান্দি হাইস্কুল থেকে ১৯৬২ সালে এসএসসি, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৬৪ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এমএসসি, ১৯৭০ সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি, ১৯৭৩ সালে ডিআইসি ডিপ্লোমা এবং ১৯৭৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
১৯৭৫ সালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতা শুরু করেন ড. খন্দকার মোশাররফ।
পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ড. খন্দকার মোশাররফ ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সাধারণ সম্পাদক ও ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে হাজী মুহাম্মদ মহসিন হলের সহ-সভাপতি নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে তিনি ১৯৭১ সালে বিলাত প্রবাসীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দেন।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ২০১৪ সালের ১২ মার্চ গ্রেফতার হয়ে বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রয়েছেন এই বিএনপি নেতা।
ড. মোশাররফ ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সাল থেকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদে অধিষ্ঠিত রয়েছেন। ড. মোশাররফ কুমিল্লা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ থেকে ১৯৯৬ সময়ে বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, ১৯৯৬ সালে স্বল্প মেয়াদে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এজেড/এমএ