ঢাকা: মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনে সম্মতি দিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ-মিছিলের কর্মসূচি ঘোষণা করা হলো।
কর্মসূচি অনুযায়ী শনিবার (০৩ অক্টোবর) দেশের সব বিভাগীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া বিবৃতিতে দাবি করা হয়-
১. ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল করা
২. প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার
৩. আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার
৪. আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেওয়া এবং
৫. পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি
ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফলের আহ্বান জানান ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ