কুমিল্লা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় কাজী বাড়ির পারিবারিক করবস্থানে গিয়ে জাফরের কবর জিয়ারত করেন তিনি।
এসময় ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, এলডিপির মহাসচিব ও চান্দিনার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।
কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল জানান, কাজী জাফর আমার বড় ভাই ছিলেন। তার মৃত্যুর সময়ে আমি দেশে ছিলাম না। সম্প্রতি দেশে ফিরে এসেছি। তাই জাফর ভাইয়ের কবর জিয়ারত করতে আসলাম।
এরপর বিকেলে তিনি কাজী জাফরের চেহলাম অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, কাজী জাফর আহমেদ স্বাধীন সার্বভৌমত্বের যে পতাকা উত্তোলন করে গেছে তা যেন সবাই নিরাপদে বহন করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
এর আগে মির্জা ফখরুল দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এসে পৌঁছান। এসময় জেলা নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ