ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শ্রমিক দলের দুই নেতাকে শোকজ

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
গাজীপুরে শ্রমিক দলের দুই নেতাকে শোকজ

গাজীপুর: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা শ্রমিক দলের দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই দুই নেতা হলেন- জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোসলেম উদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।



রোববার (৪ অক্টোবর) গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

সূত্র জানায়, মোসলেম উদ্দিন মৃধার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করেন। এছাড়া, নিজে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করার মতো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

আর বিল্লাল হোসেন বেপারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জ্যেষ্ঠ নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন, পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছেন।

সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।