ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক  করেছে পুলিশ।

সোমবার(৫ অক্টোবর) ভোরে রশহরের পাওয়ার হাউস রোডের নিউ মৌড়াইল এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে পাঁচজনের নাম জানিয়েছে পুলিশ।

এরা হলেন- জেলা জামায়েতের আমির প্রফেসর মমিনের ছেলে জামাতকর্মী মাওলানা দিদার (৩৫), শিবির কর্মী রাসেল (২৭), সামিরাত (২৫), সোহেল (২৪), মাঈনুদ্দীন (২৪)।

পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা পাওয়ার হাউস রোডের ওই মেসে গোপনে তাদের দলীয় কার্যক্রম চালায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই ও উসকানিমূলক প্রচারপত্র, ডায়েরি ও চাঁদা আদায়ের শতাধিক রশিদ জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।