ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোরহানউদ্দিনে বিএনপির ২১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বোরহানউদ্দিনে বিএনপির ২১ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাসান হাওলাদারসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  
 
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড় মানিকা ইউনিয়নের পীরবাজার থেকে তাদের আটক করা হয়।

 
 
পুলিশ জানায়, আটকরা গোপন বৈঠক করছিল। তবে বিএনপির দাবি, বড় মানিকা ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করছিলেন তারা।
 
আটক অন্যদের মধ্যে বড় মানিকা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সভাপতি বেনু হাওলাদার, বড় মানিকা ইউনিয়ন (পশ্চিম) সভাপতি ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নবীন, সম্পাদক হেলাল, ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত মঞ্জুরের নাম জানা গেছে।
 
স্থানীয়রা জানায়, বিএনপির নেতাকর্মীরা বাটামারা গ্রামের পীরবাজারে একটি স্কুল প্রাঙ্গণে কমিটি গঠনের কাজ করছিলেন। এ সময় বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাদের আটক করেন।  
 
ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী বাংলানিউজকে বলেন, আটকরা গোপন বৈঠক করছিলো। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া বাংলানিউজকে জানান, তারা ভোলা জেলা বিএনপির অনুমতি সাপেক্ষে বড় মানিকা ইউনিয়নের কমিটি গঠনের লক্ষে কাউন্সিলের আয়োজন করে। পুলিশ বিনা কারণে তাদের আটক করেছে।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।