যশোর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, যশোরে বিএনপির কমিটি পুনর্গঠনে বাধা দিতেই মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি না দিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আবু মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির প্রমুখ।
সোমবার (৫ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীর নামে পৃথক দুইটি মামলা করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমজেড
** যশোরে তরিকুলসহ বিএনপি-জামায়াতের ৬৫ জনের নামে মামলা