নীলফামারী: সহিংসতা ও নাশকতা মামলায় শিবিরের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ধাইজানপাড়া জামে মসজিদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলো- কাঁঠালী ইউনিয়নের কাঁঠালী গ্রামের আইনুল হকের ছেলে আলমগীর হোসেন (১৯), খুটামারা ইউনিয়নের খুটামারা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাকিব (১৮), একই ইউনিয়নের পূর্ব খুটামার গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং জলঢাকা শহরের বগুলাগাড়ী মহল্লার আব্দুল হামিদের ছেলে আতিকুল ইসলাম (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জলঢাকা থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের কর্মীরা ধাইজানপাড়া জামে মসজিদে গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিবিরের চার কর্মীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, গ্রেফতারকৃতরা শিবিরের রাজনীতিতে সক্রিয়। তাদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনে বালাপাড়া ভোটকেন্দ্রে সহিংসতা ও নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকেই তারা পলাতক ছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ