ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি লিটনের নামে আরও ১ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমপি লিটনের নামে আরও ১ মামলা মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।  
 
বুধবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি জানাজানি হয়।

মঙ্গলবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য লিটনকে প্রধান আসামি করা হয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৯টার দিকে এমপি লিটন তার লোকজন নিয়ে হাফিজার রহমানের বসতবাড়িতে হামলা চালান। এ সময় এমপি লিটন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তার লোকজন বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে লুটপাট করা মালামাল এমপির মালিকানাধীন শাহ আলী হিমাগারে নিয়ে রাখেন।  
 
মামলার বাদী হাফিজার রহমান বাংলানিউজকে জানান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার সন্ধ্যায় সংসদ সদস্য লিটনসহ ১০ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি এজহার দায়ের করি। পুলিশ তদন্ত শেষে মঙ্গলবার রাতে এজাহারটি মামলা হিসাবে অন্তর্ভুক্ত করেছে।  
 
এর আগে, শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধ করার অভিযোগে সংসদ সদস্য লিটনকে আসামি করে শনিবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন সৌরভের বাবা সাজু মিয়া।  
 
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।