রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকালে আটক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ছিনতাইয়ের ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উৎসব মোসাদ্দেক বাদী হয়ে থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আটক দু’জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে পাঠায়।
এরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জনি আহমেদ ওরফে সজীব এবং শহরের বুলনপুর এলাকার শফিকুল ইসলাম নান্টুর ছেলে রাজন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এএটি/এসএইচ
** রাবিতে ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ আটক ২