ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী শুধু চোখের অপারেশনের জন্য লন্ডনে যাননি। তিনি লন্ডন গেছেন কিভাবে মা ও ছেলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা যায় এবং এ সরকারের পতন ঘটানো যায় সে ষড়যন্ত্র করতে।

তিনি বলেন, যুদ্ধাপরাধের মামলায় বিএনপি-জামায়াত নেতাদের বাঁচাতে সব ধরণের চেষ্টা করছে তারা। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই বিচার শেষ করবে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছে। বিদ্যুতের জন্য কানসাটবাসীকে প্রাণ দিতে হয়েছিল। এ সরকার এসে বিদ্যুতের উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। অথচ সরকারের এসব সাফল্য চোখে দেখেনা বিএনপি-জামায়াত।

তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোটের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। খালেদা জিয়া বলেছিলেন বিজয়ীর বেশে অফিস থেকে বাসায় ফিরবেন। কিন্তু তা হয়নি। অংকের সূত্র মেলাতে না পারায় খালেদা জিয়া রাজনীতিতে পিছিয়ে পড়েছেন।

মন্ত্রী আরো বলেন, ১২২ বছরেও চট্টগাম বন্দরের যে উন্নয়ন হয়নি, মাত্র কয়েক বছরে আমরা তা করেছি। মংলা বন্দরকেও গতিশীল করা হয়েছে। সারাদেশে নৌপথের উন্নয়নে কাজ করছি। এরইমধ্যে ২ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।

তিনি আশ্বাস দেন, সোনামসজিদ স্থলবন্দরকে সরকার বন্ধ হতে দেবেনা। এ বন্দরের উন্নয়নে যা করা দরকার সবকিছু করবে সরকার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপু-ভোলাহাট) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস প্রমুখ।

এরআগে মন্ত্রী সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন  গতিশীলতা বৃদ্ধির লক্ষে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি ডরমেটরি ভবন, ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন, সাড়ে ৭৭ লাখ টাকা ব্যয়ে সিকিউরিটি ভবন, পণ্য লোড-আনলোডের জন্য নির্মিত সাড়ে ৭৫ লাখ টাকা ব্যয়ে ট্রানশিপমেন্ট শেড ও ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২টি গোডাউন নির্মাণকাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।