ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেনবাগে আ.লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সেনবাগে আ.লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপসহকারী খাদ্য পরিদর্শককে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে আহত খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- আওয়ামী লীগের নেতা গোলাম কবির ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল-মামুন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিজউকে জানান, মামলায় তাদের দু’জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তবে, তাদের এখনো গ্রেফতার করা যায়নি।

হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে চাল বিক্রির ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী গোলাম কবির ও জাকারিয়া আল-মামুনের নেতৃত্বে কয়েকজন মিলে উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা ও পরিদর্শক দেলোয়ার হোসেনকে মারধর করেন।

এর মধ্যে দেলোয়ার হোসেন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।