ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ‘বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরির কারখানা নয়’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের ৩১তম সম্মেলন।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. শফি উদ্দীন আহমেদ।

উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি হাসান তারেক, সভাপতি লাকী আক্তার, সহ-সভাপতি আবু তারেক সোহেল, সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত ও ঢাবি সংসদের সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের করা হবে শোভাযাত্রা এবং বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। থাকবে সন্ত্রাসবিরোধী আলোচনা।
 
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে টিএসসি’র শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি লিটন নন্দী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসকেবি/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।