ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
বগুড়ায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠিত

বগুড়া: বগুড়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, পেশাজীবী ও মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সমন্বয়ে সন্ত্রাস বিরোধী কমিটি গঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির তালিকা ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সন্ত্রাস বিরোধী জেলা কমিটির সদস্য সচিব মজিবর রহমান মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতিরা হলেন- জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, সাম্যবাদি দলের অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, ওয়ার্কার্স পার্টির সালেহা সুলতানা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম আহসান হাবিব, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মাসুদার রহমান হেলাল, গণতন্ত্রী পার্টির মনতেজার রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সদস্য সচিব জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- টি জামান নিকেতা, মুঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, সাংবাদিক মাহমুদুল আলম নয়ন, ডা. রেজাউল আলম জুয়েল, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল আজিজ, মোছা. রাবেয়া খাতুন, এনামুল হক দুলাল, এবিএম জিয়াউল হক বাবলা, জাহেদুর রহমান, আব্দুস সাত্তার, বাবু দিলীপ কুমার চৌধুরী, হেলাল উদ্দিন কবিরাজ, টিআইএম নুরুন্নবি তারেক, আজিজুল হক, এএইচ আযম খান, মিজানুর রহমান খান সেলিম, জিয়াউল হক শ্যাম্পু, সাহাদারা মান্নান, সিরাজুল আলম রাজু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, সামছুদ্দিন শেখ হেলাল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সাগর কুমার রায়, আলমগীর বাদশা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।