ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কবি চলে যাবেন মনেই হয়নি, বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
কবি চলে যাবেন মনেই হয়নি, বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)

সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে ২৮ সেপ্টেম্বর (বুধবার) জন্মদিনের আয়োজন সংক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় তার জন্মদিনে কেক কাটার অানুষ্ঠানিকতাও বাতিল করেন প্রধানমন্ত্রী।

পরে এই দিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ছাড়ার আগে হাসপাতালে আমি সৈয়দ শামসুল হকের সঙ্গে দেখা করতে যাই। তখন আমার মনেই হয়নি তিনি চলে যাবেন।

সৈয়দ হকের মনের জোর ছিলো ভীষণ, বলেন প্রধানমন্ত্রী।

২০২০ সালে জাতির পিতার জন্ম-শতবার্ষিকী উদযাপনে আওয়ামী লীগ তথা সরকারের যে উদ্যোগ তার উদ্বোধন এই সব্যসাচী কবিকে দিয়েই করার পরিকল্পনা ছিলো প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সময় ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।