ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইরাদ আহমেদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
ইরাদ আহমেদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা

ঠাকুরগাঁও: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ঠাকুরগাঁও থানায় ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যোগাযোগ প্রযুক্তি আইনে আইনজীবী ইন্দ্রনাথ রায় মামলাটি দায়ের করেন।

ইরাদ আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বালিয়াদী গ্রামের বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ইরাদ আহমেদ গত ১৫ সেপ্টেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় এবং বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে। এতে বঙ্গবন্ধুকে জাতির কাছে হেয় করা হয়েছে।

মামলার বাদী এ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় বলেন, এ ছবি যিনি পোস্ট করেছেন ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তাকে আইনের আওতায় আনার পাশাপাশি যারা তাকে উৎসাহ দিতে ছবিতে লাইক ও কমেন্ট করেছেন তাদেরও গ্রেফতারের দাবি জানান।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন-তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএ

** ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে আরও এক মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।