ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে যুবদলের নেতাকর্মীরা।

 

ওই সময় কয়েকজন পুলিশ সদস্য কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে যুবদলের নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেন। এক পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের ব্যানার কেড়ে নেয়।  

উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আহম্মেদ, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল হোসেন, সদস্য সচিব লাভলু, জেলা যুবদল নেতা রুহুল আমিন, ফতুল্লা থানা যুবদল নেতা ইসমাঈল খান, কামাল হোসেন, মনির হোসেন, আড়াইহাজার যুবদল নেতা খোরশেদ, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহসহ যুবদলের অন্য নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তারেক রহমান ও একুশে টেলিভিশনের সাংবাদিক মাহাথীর ফারুকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর আদালত।  

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।