ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রমেককে দালালমুক্ত করার আহ্বান এরশাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
রমেককে দালালমুক্ত করার আহ্বান এরশাদের

রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালকে দালাল মুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ম‍ুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে রমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এ সময় দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ এরশাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম মোহাম্মদ ফারুক, রমেকের পরিচালক ডা. বকতুল্লাহ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনিমেষ মজুমদার, ডা. নুরনবী লাইজু, জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব ইয়াসির আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমজেএফ/

**
রমেকে বকুল চারা লাগালেন এরশাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।