ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দিচ্ছে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, মে ২, ২০১৭
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দিচ্ছে না জানীগাঁও গ্রামে সংবাদ সম্মেলন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান

সুনামগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে দিচ্ছে না সরকার। পদে পদে আমাদের বাধা দেওয়া হচ্ছে।

আমরা সোমবার হবিগঞ্জের বানিয়াচংএ ত্রাণ বিতরণ করেছি। সেখানে কোথাও সরকারি ত্রাণ বিতরণ করতে দেখিনি।

কেউ আমাদের বলেওনি যে, সরকারের পক্ষ থেকে তারা সাহায্য সহযোগিতা পেয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সরকারি লোকজন আমাদের নেতাদের বাড়ি থেকে বের হতে দেয় নি। তারপরও নেতারা জোর করে বাড়ি থেকে বের হতে চেয়েছিলেন, তখন আমাদের হুমকির সুরে বলা হয়েছে বের হবেন না বিপদ হতে পারে।

নোমান বলেন, সরকার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঠিকমত ত্রাণ দিচ্ছে না।

এছাড়াও হাওর পরিদর্শনে আসা বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি চেয়ারপাসনের উপদেস্টা ফজলুল হক আসপিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিব ইসলাম হাবিব, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ ১২ সদস্যর প্রতিনিধি দল।

পরে তারা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর ও কাংলার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।