ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধান আওয়ামী লীগের দলীয় কাগজে পরিণত হয়েছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ৩, ২০১৭
সংবিধান আওয়ামী লীগের দলীয় কাগজে পরিণত হয়েছে  কল্যাণ পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান আওয়ামী লীগের দলীয় কাগজে পরিণত হয়েছে বলে অভিযোগ  করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার  (০৩ মে) দুপুরে রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

"রাজনীতিতে গুণগত পরিবর্তন আগামী নির্বাচন" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছেন! কোন সংবিধান? যে সংবিধান আপনাদের দলীয় কাগজে পরিণত হয়েছে ।  

এ সংবিধানের আলোকে নির্বাচন মানে আপনাদের রেফারি, আপনাদের লাইনম্যান। আপনারা সুন্দরভাবে খেলবেন, আমাদের খেলতে দেবেন না। ফল নিজেদের দিকে নিয়ে  যাবেন; তা হবে না।

এই জন্যেই আমরা সবাই  নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলেছি। সেটা কীভাবে করা যায় , সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনারা আলোচনায় বসতে চান না। কারণ আলোচনায় বসলে  সত্য বেরিয়ে আসবে। জনগণ সত্যটাই গ্রহণ করবে। আপনারা নির্বাচনে পরাজিত হবেন।

প্রধান বিচারপতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন নেই। প্রতি পদে পদে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগ প্রভাব বিস্তার করেছে। এর জবাব কী? এ বক্তব্যের জবাব  সরকার দিতে পারবে না।

সরকার গণতন্ত্রকে সংকুচিত করে ফেলছে অভিযোগ করে তিনি বলেন, এক দিকে আপনি সারা বিশ্বে বলে বেড়াবেন? আপনি বিশ্বের শ্রেষ্ঠ শাসক অন্যদিকে আমরা সভা সমাবেশ করতে গেলে অনুমতি  দেবেন না। কয়েকজন একখানে হলেই বলবেন নাশকতার পরিকল্পনা করছিলো। এটা কোন ধরনের গণতন্ত্র? 

বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের  মোহাম্মদ রহমতউল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বিএনপি  নেতা সৈয়দ সাদাত আহমেদ  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৩ , ২০১৭
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।