ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ নিয়ে সন্দেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ৭, ২০১৭
জাতীয় নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ নিয়ে সন্দেহ মানববন্ধনে শামসুজ্জামান দুদু-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (০৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।

তবে এই নির্বাচন কোনো দিন সুষ্ঠ‍ু হয়নি, আগামীতেও হবে না। তবে সত্যি যদি সহায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাতে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সন্দেহ আছে।

তিনি আরো বলেন, আগামীদিনে রাজপথ আন্দোলন ও জাতীয় সংলাপের মধ্য দিয়ে নির্দলীয় সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। তাই আওয়ামী লীগ হতাশায় ভুগছে। তার ফলে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে রাখছে।  

দুদু বলেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন তাদের জেল-জুলুম, মামলা-হামলার শিকার হতে হচ্ছে।  

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।