ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার আমন্ত্রণ গ্রহণ করেননি ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
খালেদার আমন্ত্রণ গ্রহণ করেননি ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির ‘ভিশন ২০৩০’ নিয়ে অনুষ্ঠেয় খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
 
 

সোমবার (০৮ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার তিন পত্রবাহককে ফেরত পাঠানো হয়।
 
বিএনপির দেওয়া তথ্য মতে, দলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল ও সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিকেল সোয়া পাঁচটায় খালেদা জিয়ার পক্ষ থেকে ওবায়দুল কাদেরের জন্য আমন্ত্রণ পত্র নিয়ে যান ধানমন্ডির কার্যালয়ে।

 
 
এ সময় ওই কার্যালয়ের সিকিউরিটি ইনচার্জ তৈমুর আলী তাদের জানান, ভেতরে দায়িত্বশীল কেউ নেই। সুতরাং এ মুহূর্তে কেউ ভেতরে ঢুকতে পারবেন না। চিঠি গ্রহণের অনুরোধ জানানো হলে তৈমুর আলী বলেন, সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া তার পক্ষে চিঠি গ্রহণ করা সম্ভব না। টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগের অনুরোধ করলেও তৈমুর আলী যোগাযোগ করতে অস্বীকৃতি জানান।   
 
বিএনপি নেতাদের দাবি, গত শনিবার (০৬ মে) বিএনপি অফিস থেকে ফোন দেওয়া হয় আওয়ামী লীগের অফিসে। সেখান থেকে দলটির উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে তিনি বিএনপির দপ্তরকে জানাবেন। কিন্তু গত দুই দিনে বিপ্লব বড়ুয়া বিএনপি অফিসে আর ফোন দেননি।   
 
সোমবার (০৮ মে) সকালে ওবায়দুল কাদেরের এ পি এস আবদুল মতিনকে ফোন দেওয়া হলে বিএনপি নেতাদের বিকেল ৫টায় ধানমন্ডি কার্যালয়ে যেতে বলা হয়। সে অনুযায়ী বিকেল সোয়া পাঁচটায় ধানমন্ডি কার্যালয়ে যান বিএনপির তিন নেতা।  
 
রাতে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বাংলানিউজকে বলেন, আমরা ওবায়দুল কাদেরের এ পি এস আবদুল মতিনকে ফোন দিয়েই ধানমন্ডি কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি, চিঠি গ্রহণ তো দূরের কথা।  
 
আগামী ১০ মে রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সংবাদ সম্মেলন থেকে 'ভিশন ২০৩০' ঘোষণা করবেন তিনি।

বিএনপির সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক, দেশের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকেও আমন্ত্রণ জানাতে গিয়েছিলো দলটি।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।