ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার ভিশন ২০৩০ অন্ত‍ঃসারশূন্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
খালেদার ভিশন ২০৩০ অন্ত‍ঃসারশূন্য

ঢাকা: ‍খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে অন্ত‍ঃসারশূন্য ও তামাশা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১১ মে) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ ধরনের প্রস্তাব ‍উথ্থাপন ও বাস্তবায়নের কোনো নৈতিক এবং দর্শনিক যোগ্যতা খালেদা জিয়ার নেই।

কারণ উনি দুই বার ক্ষমতায় ছিলেন। কিন্তু তার শাসনামলে যে দুর্নীতি, বিচার ও আইন বহির্ভূত অপকর্ম হয়েছে সে সম্পর্কে তিনি কোনো কৈফিয়ত দেননি ও জাতির কাছে ক্ষমা চাননি। কারণ তার ছেলেদের অপকর্ম ও হাওয়া ভবনকেন্দ্রিক দুঃশাসন ও অপকর্ম আইনিভাবে প্রমাণিত হয়েছে।

মন্ত্রী বলেন, তিনি না গণতান্ত্রিক, না অসাম্প্রদায়িক, না বাংলাদেশি। উনি যুদ্ধাপরাধীদের পাশে রেখে কেবল পাকিস্তানের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
আরএম/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।