ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ'লীগ বরাবরই বিএনপিকে অনুসরণ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
আ'লীগ বরাবরই বিএনপিকে অনুসরণ করেছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘আওয়ামী লীগকে অনুসরণ করেছে বিএনপি’ -এটা সম্পূর্ণ অসত্য তথ্য জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কারো ভিশন অনুসরণ করেনি বরং আওয়ামী লীগ বরাবরই বিএনপির ভিশন অনুসরণ করেছে।

গতকাল বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া ‘খালেদা জিয়ার ভিশন অন্তঃসারশূন্য, আওয়ামী লীগের ভিশন থেকে চুরি করা হয়েছে’ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (১১ মে) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ৩০ মে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বরাবরই বিএনপিকে অনুসরণ করছে। প্রেসিডেন্ট জিয়াকে অনুসরণ করেছে। খালেদা জিয়াকে অনুসরণ করেছে। ২০০১ সালে সর্বপ্রথম খালেদা জিয়া ভিশন ঘোষণা করেছিলেন। সেটাকে আওয়ামী লীগ অনুসরণ করেছে। এর জন্য আমরা কিছু বলছি না, বরং গর্ববোধ করি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, ১৯৭৫ সালে আওয়ামী লীগ গণতন্ত্রকে অবরুদ্ধ করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি বরাবরই ভিশনারি রাজনৈতিক দল। মুক্তবাজার অর্থনীতি বিএনপি প্রবর্তন করেছে। নারীর ক্ষমতায়ন, কৃষিতে আধুনিকায়ন, গার্মেন্টস শিল্পের বিকাশ, বৈদেশিক বাণিজ্যের বহুমূখীকরণ বিএনপি শুরু করেছিল। এছাড়া আইসিটি নিয়ে প্রথম খালেদা জিয়া কাজ শুরু করেছিল।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়ার ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।