ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশে জঙ্গি তৎপরতার জন্য বিএনপি দায়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৭
বাংলাদেশে জঙ্গি তৎপরতার জন্য বিএনপি দায়ী বাংলাদেশে জঙ্গি তৎপরতার জন্য বিএনপি দায়ী-ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। যেদিন থেকে স্বাধীনতাবিরোধী ও নিষিদ্ধ সংগঠন জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়েছিল, সেদিন থেকেই দেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। সুতারাং বাংলাদেশে জঙ্গি তৎপরতার জন্য বিএনপিই দায়ী।

শনিবার (১৩ মে) সকালে ভোলা সদর উপজেলায় নব নির্মিত সম্প্রসারণ ভবন ও মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই জঙ্গিরাই হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ৬৫ জেলায় বোমা হামলা চালিয়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচন পরিচালনা করবে বর্তমান নিবার্চন কমিশন। সে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় আসবে।

তোফায়েল আহমেদ বলেন, ভোলা হবে একটি সমৃদ্ধশালী জেলা। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রসার ঘটবে। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট চালু হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল উসলাম গোলদার, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, সদর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

এছাড়া ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, কোস্টগার্ড কমান্ডার মো. মনির ও জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী ঘূর্ণিঝড়ে নিহত জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।