ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষমতা পেলে খালেদা ইতিহাসকে আবারো বিতর্কিত করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ক্ষমতা পেলে খালেদা ইতিহাসকে আবারো বিতর্কিত করবেন

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত এবং আবারো ইতিহাসকে বিতর্কিত করবেন।

শনিবার (১৩ মে) সকাল ১০টায় কুষ্টিয়ার সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, খালেদা জিয়া ভিশন-২০৩০ এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত।

ভিশন-২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাত সম্পর্কে কিছু উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।

তিনি আরো বলেন, যেহেতু খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনো ঘোষণা দেননি সেহেতু বিএনপির ভিশন ২০৩০ এ কোনো রাজনৈতিক পরিবর্তন হয়নি। তিনি আগের জায়গায়ই আছেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।