ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৩ মে রোডম্যাপ চূড়ান্ত: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
২৩ মে রোডম্যাপ চূড়ান্ত: ইসি সচিব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ক রোডম্যাপ আগামী ২৩ মে চূড়ান্ত করা হবে।
 
 

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
 
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রোববার (১৪ মে) কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে চূড়ান্ত হবে আগামী ২৩ মে’র বৈঠকে। রোডম্যাপেই থাকবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখন সংলাপ করা হবে। তবে ডিসেম্বরের মধ্যেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।  

সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে। আরো কিছুদিন পর বলা যাবে, এটা ব্যবহার করা যাবে কি-না।
 
এদিকে কমিশন বৈঠকে মৃত ভোটারের জাতীয় পরিচয়পত্র সংশোধন, পর্যবেক্ষণ নীতিমালা প্রাথমিকভাবে চূড়ান্ত করা ছাড়াও নির্বাচনে ভোটার স্লিপ দেওয়া বাতিল নিয়েও সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
 
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, পর্যবেক্ষণ নীতিমালা সোমবার (১৫ মে) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২২ মে পর্যন্ত এটি ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হবে বিশিষ্টজনের মতামত নেওয়ার জন্য। এরপর এটি চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭, 
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।