ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্ধিত সভায় শুরু একাদশ নির্বাচনের প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বর্ধিত সভায় শুরু একাদশ নির্বাচনের প্রস্তুতি বর্ধিত সভায় শুরু একাদশ নির্বাচনের প্রস্তুতি। ছবি: সুমন- বাংলানিউজ

ঢাকা: শনিবারের (২০ মে) বর্ধিত সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলকে পরগাছামুক্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  ‘আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পরগাছামুক্ত করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহের ক্ষেত্রে সব ধরনের নিয়ম-নীতি মেনে চলতে হবে’।

‘যারা চাটুকারিতা করেন, তারা আমার শত্রু। আর যারা সমালোচনা করেন, তারা আমার বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোক দেখাতে মানুষের পাশে দাঁড়ান না। যেকোনো বিপদে জনগণ শেখ হাসিনাকে পাশে পেয়েছেন। কারণ, তিনি মানুষের নেত্রী, জনগণের নেত্রী। হাওড়ের মানুষের পাশেও নিজে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী’।  

বিএনপির বড় কেন্দ্রীয় কমিটি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজেদের দলের ভেতরে গণতন্ত্র রাখতে পারেন না, তারা দেশের গণতন্ত্র বজায় রাখবেন কি করে? দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন। এতো বড় কমিটি এখন পর্যন্ত কোনো মিটিং করেনি’।

‘বিএনপি ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে নালিশ করছে। নালিশ করলে জনগণের কাছে করেন, বিদেশিদের কাছে নয়। দেশের সুনাম ক্ষুণ্ন করবেন না। ১৫ই আগস্ট যারা সৃষ্টি করেছিলো, তাদের পুরষ্কৃত করেছে বিএনপি। ২১ আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিলো। সব মানুষ জানেন’।

‘আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলাম। কিন্তু তারা দরজা বন্ধ করে দিয়েছিলো’ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।