ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এবার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মমেক ছাত্রলীগের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ২১, ২০১৭
এবার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মমেক ছাত্রলীগের মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ছাত্ররীগের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: এবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ আনোয়ার হোসেনের পদত্যাগ ও ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কলেজ ছাত্রলীগ।

সোমবার (২১ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ মাহমুদ জয়।

বক্তব্য দেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সম্পদ দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিং, মেডিকেল কলেজ নারী নেত্রী মার্জিয়া আহম্মেদ জীম, মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট শাখার সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন।

সমাবেশে বক্তারা কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘অধ্যক্ষ আনোয়ার হোসেন বিএনপি-জামায়াত জোট চক্রের এজেন্ডা বাস্তবায়ন করছেন’।

‘দুর্বৃত্তরা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম আজিজের বাসায় ভাংচুর করলেও সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে’।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি চক্র ছাত্রলীগ নিয়ে ষড়যন্ত্র করছে। কলেজ অধ্যক্ষ ওই চক্রের খপ্পড়ে পড়েছেন। তিনি অবৈধ পন্থায় বিএনপি-জামায়াত জোটের পারপাস সার্ভ করছেন।

এর আগে স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজের ছোট ভাই এইচ এম ফারুক ওরফে টুপি ফারুকের বিরুদ্ধে রোববার (২০ মে) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।