ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠাকারীদের জনগণ লালকার্ড দেখাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠাকারীদের জনগণ লালকার্ড দেখাবে’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: যারা বিগত দিনে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছেন তাদের আগামী নির্বাচনে জনগণ লালকার্ড দেখাবে এবং আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার (২২ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা হাইস্কুল মাঠে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত এ দেশটি যখন বঙ্গবন্ধুর হাত ধরে এগিয়ে যাচ্ছিলো ঠিক সে সময় পরাজিত শক্তির দোসররা তাকে সপরিবারে হত্যা করে।

দেশ টেলিভিশনের ডিএমডি আরিফ হাসানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ), উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম ভূঁইয়া, কামাল উদ্দিন, মোস্তাক আহাম্মেদ মাসুদ, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম এসএম সফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।