ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে জামায়াত-শিবিরপন্থিদের অবাঞ্চিত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
খাগড়াছড়িতে জামায়াত-শিবিরপন্থিদের অবাঞ্চিত ঘোষণা পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আলকাছ মামুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী চৌধুরী ও আব্দুল মজিদসহ কয়েকজনকে জামায়াত-শিবিরপন্থি দাবি করে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির একাংশের সহ সভাপতি মাঈন উদ্দিন।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন, পার্বত্য নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক এসএম হেলালসহ জেলা-উপজেলার নেতারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পার্বত্য নাগরিক পরিষদের আলকাছ মামুন ভূঁইয়া, ইয়াকুব আলী চৌধুরী, আব্দুল মজিদসহ কয়েকজন জামায়াত-শিবিরপন্থি। দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা জামায়াত-শিবিরপন্থি ব্যক্তিদের সংঠনের যুক্ত করার অপচেষ্টা চালিয়ে আসছেন। এ কারণে জামায়াত-শিবিরপন্থিদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।