ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোফাজ্জেল হোসেন (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার পেড়লী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত মোফাজ্জেলের বাড়ি পেড়লী গ্রামে। তিনি কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান বাবুর সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য মোফাজ্জেলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় মোফাজ্জেলসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নিলে চিকি‍ৎসক মোফাজ্জেলকে মৃত ঘোষণা করেন। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৫, ২০১৭, আপডেট ১৭২০ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।