শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিরিন সুলতানা প্রমুখ।
আমির খসরু বলেন, ‘সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার পর স্থায়ী কমিটির সভা হয়েছে। সভায় সবার আগে আমরা প্রার্থীর মনোনয়ন দিয়েছি। নির্বাচনে অংশ্রহণের জন্য যে সিরিয়াসনেস দরকার ছিলো, সেটা আমরা প্রকাশ করেছি। ’
তিনি বলেন, ‘আমাদের উত্তরের নেতাকর্মীরা নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমান সরকার এই অবস্থা দেখে ভেবেছে এই নির্বাচনে যাওয়া তাদের জন্য ভালো হবে না। এই নির্বাচনে গেলে পরাজয় নিশ্চিত। পরাজয় নিশ্চিত দেখে তারা নির্বাচন বন্ধ করে দিয়েছে। ’
সরকার একটির পর একটি অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা উত্তরের বেলায়ও একই কাজটি করেছে তারা। কারণ এখানে স্বচ্ছ নির্বাচন দিলেই তারা বড় ব্যবধানে পরাজিত হতো।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমএফআই/আরআর