ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৬৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৬৯

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৭টি ককটেল।

রোববার রাত থেকে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে।

এ অভিযানের অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করা হয় এবং এসময় উদ্ধার করা হয় ৭টি ককটেল।

এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, শৈলকুপায় ১৫, হরিণাকুন্ডুতে ৫, কালীগঞ্জে ৫, কোটচাঁদপুরে ৭ এবং মহেশপুরে ১৭ জন রয়েছে। আটক নেতাকর্মীরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে ঝিনাইদহ সদর থানার নাশকতা মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।