সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামালের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে মামলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. শরিফ উদ্দিন বাংলানিউজকে জানান, আদালতে হাজিরা দেয়ার সময় আসামিরা বার বার সময় চান। সময় দিলেও তারা আদালতে হাজির হচ্ছিলেন না। তাই আদালত সোমবার ৬০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/